মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ০৯:১৬:৩২

ব্রাজিল দলে নতুন নায়ক: বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলে ডাক পেয়েছেন কারা?

ব্রাজিল দলে নতুন নায়ক:  বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলে ডাক পেয়েছেন কারা?

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে চমক দেখায় ব্রাজিল। বিশ্বচ্যাম্পিয়নদের (জার্মানি) লজ্জা দিয়ে সোনা জেতে এই দল। এই আসরে ব্রাজিলের জয়ের নায়ক ওয়েভারটন। আর এবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

নতুনদের থেকে অলিম্পিক দলের মোট ছয়জন খেলোয়াড়কে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ বাছাইপর্বের দলে ডেকেছেন নতুন কোচ তিতে। সামনের মাসে ইকুয়েডর এবং কলম্বিয়ার বিপক্ষে তাদের মাঠে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

২৩জনকে নিয়ে ঘোষিত এই দলে চমক তো থাকছেই। আগামী ১ সেপ্টেম্বর একুয়েডর ও ৬ আগস্ট কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বর্তমানে ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ।

ব্রাজিল দলে এক নতুন নায়ক:  বিশ্বকাপের জন্য নতুন করে ঘোষিত এই দলে ডাক পেয়েছেন কারা? দেখে নিন-সে তালিকা

গোলরক্ষক: আলিসন (রোমা), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), ওয়েভারতন (আতলেতিকো পারানায়েনসে)

ডিফেন্ডার: দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), জিল (শানদং লুনেং), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), জুলিয়ানো (জেনিত), রাফায়েল কারিয়োকা, (আতলেতিকো মিনেইরো), পাওলিনিয়ো (গুয়াংজো এভারগ্রান্দে), লুকাস লিমা (সান্তোস), রেনেতো আগুস্তো (বেইজিং গুয়ান), ফেলিপে কৌতিনিয়ো (লিভারপুল), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), তাইসন (শাখতার দোনেৎস্ক)।
২৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে