বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১০:২৬:১৩

রেওয়াজ ভেঙে মাঠে নামছেন সাবেক টাইগাররা, জেনে নিন নানা দিক

রেওয়াজ ভেঙে মাঠে নামছেন সাবেক টাইগাররা, জেনে নিন নানা দিক

স্পোর্টস ডেস্ক : যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ব্যাট-প্যাডে সেজে ক্রিকেটের মাঠ ফের রঙিন করবেন তারা। সাবেক টাইগার ক্রিকেটাররা চালু করতে যাচ্ছেন একটি নতুন রীতি।

তারা যে ফরমেটে খেলবেন এটা বলা যাবে না টেস্ট, বলা যাবে না ওয়ানডে এমনকি টি-টোয়েন্টিও বলা যাবে না। রেওয়াজ ভেঙেই মাঠে নেমে লড়বেন তারা। সাবেক ক্রিকেটাররা খেলবেন ২৫ ওভারের ম্যাচে।

৫০ ওভারের ম্যাচকে ওয়ানডে বললে এর নাম দেয়া যায় ‘হাফডে’। এর আর একটি নাম দেয়া যায় ‘টি-টোয়েন্টি +৫’। রীতিমত একটি রেওয়াজই ভাঙতে যাচ্ছেন পাইলটরা।

মিরপুরে ফাইনাল হবে দিবা-রাত্রির। যারা এক সময় জাতীয় দলে কিংবা ‘এ’ দলে খেলেছেন এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন তারা এ প্রতিযোগিতায় অংশ নিবেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স, রেনেসা রাজশাহী মাস্টার্স।
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে