বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১০:৫০:৩৪

যে টিভিতে দেখবেন সাবেক ক্রিকেটারদের ফাইনাল যুদ্ধ

যে টিভিতে দেখবেন সাবেক ক্রিকেটারদের ফাইনাল যুদ্ধ

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন জাতীয় ক্রিকেট লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হত সরকারী টিভি চ্যানেল বিটিভিতে। ঘন্টায় ঘন্টায় সংবাদ, আজানের বিরতি, সংসদ অধিবেশন এরকম নানা কারণে খেলার সরাসরি সম্প্রচারে বারবার বাধা এলেও, ক্রিকেটপ্রেমী দর্শক টিভি সেটের সামনে এঁটে বসে থাকত এক পলক প্রিয় ক্রিকেটারদের দেখার জন্য।

ক্রিকেট এখন বাংলাদেশে আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয় খেলা। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলের তারকাদের পারফরমেন্স নিয়েও তাই জনগণের ভেতর অনেক বেশি আগ্রহ। কোন খেলোয়াড় কত রান করল বা কয় উইকেট নিল সে তথ্য জানতে মরিয়া হয়ে ওঠে দেশের ক্রিকেটানুরাগীরা।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, ক্রিকেটের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও আজকাল আর টিভি পর্দায় সরাসরি দেখা যায় না ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো। তাই স্রেফ স্কোরকার্ড জেনেই স্বাদ মেটাতে হয়। আর সেজন্যই আসন্ন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি)’র ম্যাচগুলো টিভিতে সরাসরি দেখানো হবে কিনা তা নিয়েও ছিল যথেষ্ট সংশয়।

তবে জানা গেছে, সবগুলো ম্যাচ না হলেও অন্তত ফাইনাল ম্যাচটি ঠিকই টিভিতে সম্প্রচারিত হবে। বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি সরাসরি দেখাবে ম্যাচটি। ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় দিবা রাত্রির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ গ্রুপ পর্বের এবং সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। মোট ছয়টি দল অংশ নেবে এতে। এরপর সম্ভবত সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ মিরপুরের হোম অব ক্রিকেটে হবে ফাইনাল ম্যাচটি।-বিডি ক্রিকটিম
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে