বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১১:১৬:৩৭

বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড

বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : অক্টোবরে বাংলাদেশ সফরে আসার ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড। তবে অক্টোবরে ইংল্যান্ডের এই বাংলাদেশ সফরে কোনো খেলোয়াড় চাইলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে পারবেন এমন আভাসও দিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ওয়েন মর্গান।

ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ড দলের খেলোয়াড়দের সাথে ঐ প্রতিনিধিদের দেখা হওয়ার কথা রয়েছে।

ওয়েন মর্গান বলেছেন, কোনো খেলোয়াড়কেই আসলে কোন সিরিজে অংশগ্রহণে বাধ্য করা যায় না। এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার আগে দলের সবার এ বিষয়ে তথ্য জানা থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।

অক্টোবরের ৭ তারিখ থেকে এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের যাত্রা শুরু করার কথা।
বাংলাদেশে জুলাইের এক তারিখ গুলশানে হামলায় ১৭ জন বিদেশি সহ ২০ জিম্মি হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে এই সিরিজ কতটা নিরাপদ হবে সেনিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়েরা।

তার প্রেক্ষিতে বাংলাদেশ সফরে এলো ইসিবির নিরাপত্তা দল। গত বছর অক্টোবরে নিরাপত্তা ইস্যুতে সফর বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।-বিবিসি
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে