বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০২:০১:০৪

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের লড়াই নিয়ে যা বললেন দলনেতা মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের লড়াই নিয়ে যা বললেন দলনেতা মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে লড়াই অপেক্ষা করছে টাইগারদের। ইংল্যান্ড ও বাংলাদেশের আসন্ন লড়াই নিয়ে কথা বলেছেন দলনেতা মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়ের সৃষ্টি হয় নতুন করে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশে ফিরে এ সফর নিয়ে নেতিবাচক কথাই বলেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকসন।

তবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নিরাপত্তার কোন সমস্যা নেই। 


মাশরাফি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে যারা অনুসরণ করে, বয়স্ক, মধ্য বয়সী থেকে শুরু করে কিশোর-তরুণরাও ক্রিকেট নিয়ে খুব চিন্তা করে। ক্রিকেটারদের, অন্য দেশ থেকে যারা আসে, তাদেরকে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা দেয়া হয়। ইংল্যান্ডকে আগেও যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে। এখনও দেয়া হবে।'
 
সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে বেশ শংকায় রয়েছেন বিদেশীরা। এ অবস্থায় ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

ইংল্যান্ডের প্রতিনিধি দল প্রতিবেদন দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের কাছে। তবে বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত বার্তা দেয়নি ইংল্যান্ড।
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে