বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০২:৪২:১৯

২০২২ সালের কাতার বিশ্বকাপ ভক্তদের দারুণভাবে মুগ্ধ করবে : রোনাল্ডো

২০২২ সালের কাতার বিশ্বকাপ ভক্তদের দারুণভাবে মুগ্ধ করবে  : রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : ২০১৮ ফুটবল বিশ্বকাপ হবে রাশিয়ায়। এর পরের আসরে এশিয়ার কাতারে হবে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিলের সাবেক ফুটবল আইকন রোনাল্ডো এই আসর নিয়ে নিজের আনন্দের কথা জানিয়েছেন।  

এখনো প্রায় ছয় বছর বাকি থাকলেও ভেন্যু নির্মাণ ও অবকাঠামো সংস্কারের মহাযজ্ঞ শুরু করেছে কাতার। রোনাল্ডো খুশি তাতে। মরুভূমিকে বিশেষ প্রযুক্তিতে সবুজায়নের মাধ্যমে আধুনিক সব সুবিধা সম্বলিত ভেন্যু নির্মাণের উদ্যোগ নিয়েছে কাতার। কাতার বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার দেখে ফুটবলপ্রেমীরা বিস্মিত হবেন বলে মনে করছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদো।

এক সাক্ষাতকারে রোনাল্ডো বলেন, ‘আমি সেখানে প্রযুক্তির ব্যবহারের কথা শুনেছি। আমি মনে করি ভবিষ্যতে এটির ব্যবহার ফুটবলে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। এ আসর ভক্তদের দারুণভাবে মুগ্ধ করবে।

আমি আনন্দিত যে ২০২২ বিশ্বকাপ আয়োজনে কাতার স্টেডিয়ামের অবকাঠামোগত কাজ নিয়ে পরিকল্পনা শুরু করেছে। তিনি আরও বলেন, একই দিনে দুই থেকে তিনটি ম্যাচ উপভোগ করতে পারা ভক্তদের জন্য অসাধারণ হবে।’

উষ্ণ আবহাওয়ার দেশ কাতারে সফল বিশ্বকাপ আয়োজনের জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা মাথায় নিয়েছে কাতার সুপ্রিম কমিটি (এসসি)। তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ব্রাজিল ফুটবল গ্রেট রোনালদো।
২৪ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে