সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৮:৩৮:৪২

আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা, প্রভাবশালী অধিনায়কই ছিটকে গেলেন!

আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা, প্রভাবশালী অধিনায়কই ছিটকে গেলেন!

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকটি দেশের বিপক্ষেই সিরিজ আয়োজন করছে বিসিবি। বাংলাদেশের আয়ারল্যান্ড সফর সামনে। এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

দীর্ঘদিনের প্রভাবশালী অধিনায়কই ছিটকে গেলেন দল থেকে! এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের নাম জানিয়েছেন নারী দলের প্রধান নির্বাচক আতহার আলী খান।

একই সঙ্গে জানানো হয়েছে, ডান হাতে চোট পাওয়া নারী দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন এই সফরে থাকছেন না। এছাড়া নতুন মুখ হিসেবে দলে এসেছেন বিকেএসপির দুই ক্রিকেটার-সুরাইয়া আজমিন ছন্দা ও জান্নাতুল ফেরদৌস সুমনা।

আগামী দুই সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জাহানারা-রুমানারা।

সালমা প্রসঙ্গে আতহার বললেন, ‘আমরা নিশ্চিতভাবেই সালমা খাতুনকে দলে পাচ্ছি না। সে এই মুহূর্তে অন্যতম বিশ্বসেরা নারী ক্রিকেটার।’

তবে আয়ারল্যান্ডের সিরিজের জন্য যে স্কোয়াড সাজানো হয়েছে, সেটা নিয়ে দারুণ আশাবাদী নারী দলের এই নতুন নির্বাচক।

দল নিয়ে তিনি বলেন, ‘আমাদের দলটি বেশ শক্তিশালী। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ দুজন লেগ স্পিনার আছে। বাঁহাতি স্পিনার আছেন নাহিদা আক্তার। নতুন মুখ জান্নাতুল ফেরদৌসও স্পিনে পারদর্শী। মিডলঅর্ডারে ভালো ব্যাটিং করতে পারবে। পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কেড়েছে। সুরাইয়া আঝমিন তৃতীয় পেসার হিসেবে কাজে আসবে। ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত। ফারজানা হক আমাদের সেরা ব্যাটসম্যান। ও ভালো সঙ্গী পেলে আমাদের বড় স্কোরের সম্ভাবনা থাকবে।’

বাংলাদেশ স্কোয়াডঃ

সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, রিতু মনি, ফাহিদা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আঝমিন, জান্নাতুল ফেরদৌস।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে