সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০৯:৪৪:৫৩

চোট পেলেও ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তামিম

চোট পেলেও ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক : ফিল্ডিং অনুশীলনের সময় শনিবার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে বল লেগে ব্যথা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘নির্ভরযোগ্য ওপেনার’ তামিম ইকবাল। রবিবার অনুশীলনের পরে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজও দেখা যায়। এক্স-রে প্রতিবেদন অনুসারে, ওই জায়গায় চিড় ধরা পড়েছে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে আঙুলে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচারটা খুব ছোটও না, আবার খুব বড়ও না। বলতে পারেন হেয়ারলাইন ফ্র্যাকচারের চেয়ে একটু বড়। আপাতত স্কিল ট্রেনিং করতে পারবে না তামিম। তবে ফিটনেস ট্রেনিং সতর্কভাবে চালিয়ে যেতে পারবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, এ ধরনের ফ্র্যাকচার সারতে দুই থেকে তিন সপ্তাহ লাগে সাধারণত। ধরে রাখুন যে তিন সপ্তাহ লাগবে। তাই এটা বলা যেতেই পারে যে ইংল্যান্ড সিরিজ মিস করছে না তামিম। ওই সিরিজের আগেই পুরোপুরি ফিট তামিমকে পাওয়া যাবে বলেই আশা করছি।

অবশ্য এর আগেই তৈরি হওয়ার লম্বা সময়ও হাতে আছে তামিমের। ইংল্যান্ডের বাংলাদেশে আসার কথা ৩০ সেপ্টেম্বর। সবার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচটি ৭ অক্টোবর। অর্থাৎ এখনো হাতে আছে প্রায় সাত সপ্তাহের মতো সময়। চিকিৎসকদের ভাষ্যানুযায়ী এর অনেক আগেই ব্যাটিং অনুশীলনেও নেমে পড়তে পারার কথা তামিমের।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে