সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১০:০৫:০০

বাংলাদেশ-আফগানিস্তানের খেলার সময়সূচির পরিবর্তন

বাংলাদেশ-আফগানিস্তানের খেলার সময়সূচির পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজের ‍ঘোষণা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের(এবিসি) ওয়েবসাইটে গতকাল দেওয়া হয়েছিল। কবে, কোথায় ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে তাও বলা হয়েছিল।

এবিসির ওয়েবসাইটে জানানো হয়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যথাক্রমে ২৫, ২৭ এবং ৩০ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতির কথায় জানা গেল শেষ দুটি ম্যাচের সময় পরিবর্তন হয়েছে।

গত রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বাংলাদেশ সফরের কথা ঘোষণা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন বলেন, ম্যাচগুলো হবে ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর।

জানা গেছে, প্রতিটি ম্যাচের মাঝে বাড়তি এক দিন করে রিজার্ভ ডে রাখতেই এই পরিবর্তন। আর এই পরামর্শটাও নাকি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

ইংল্যান্ড সিরিজের আগে এই ‘সারপ্রাইজ’ সিরিজে জয় ছাড়া কিছু ভাবছেন না হাথুরুসিংহে। একই ভাবনায় ক্রিকেট বোর্ডের সদস্য থেকে ক্রিকেটারদের মাথাতেও। তাই আফগানদের বিপক্ষে নিজেদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতেই অতিরিক্ত একদিন রিজার্ভ রাখা। আর বৃষ্টির শঙ্কা তো আছেই। তবে জানা গেছে, এবিসির সঙ্গে আলোচনা করেই এই সূচি ঠিক করা হয়েছে।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে