সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১১:৪৪:৫৫

দিলশান, আমরা আপনাকে মিস করবো: তাসকিন

দিলশান, আমরা আপনাকে মিস করবো: তাসকিন

স্পোর্টস ডেস্ক : গত ১৭ বছর ক্রিকেটকে কম দেননি তিলকারত্নে দিলশান। এবার বিদায়ের পালা। রোববারই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। কোটি ভক্তদের মতো তার বিয়াদে আপ্লুত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফার্স্ট বোলার তাসকিন আহমেদও। জানিয়েছেন, দিলশানের অভাব বোধ করবে ক্রিকেট।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদায়ী ওয়ানডেতে ৪২ রানের ইনিংস খেলেন লঙ্কান অলরাউন্ডার। যদিও দুই উইকেটে অজিদের কাছে হেরেছে শ্রীলঙ্কা, তারপরও দিলশানের বিদায়ী ম্যাচ বলেই চোখ ছিলো সবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দিলশানের বিদায়ে তাসকিন লিখেছেন, ‘গত ১৭ বছর ধরে আপনি যে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা আপনাকে মিস করবো। ধন্যবাদ তিলকারত্নে দিলশান।’

ক্যারিয়ারের ৩৩০তম ওয়ানডে ম্যাচ দিয়েই এই ফরম্যাটের ইতি টানলেন দিলশান।

সাবেক অধিনায়ক দিলশান টেস্ট খেলেছেন সর্বশেষ ২০১৩ সালে,বাংলাদেশের বিপক্ষে। এবার সীমিত ওভারের ক্রিকেটেও তার ক্যারিয়ারের ইতি ঘটেছে। ওয়ানডেতে প্রায় ৪০ গড়ে করেছেন ১০,২৯০ রান। এছাড়াও ওয়ানডেতে তার ২২ সেঞ্চুরি শ্রীলঙ্কার পক্ষে চতুর্থ সর্বোচ্চ।

ডানহাতি এই স্পিনার বল হাতেও সফল ছিলেন। ওয়ানডে,টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন মোট ১৫২ টি উইকেট। ছিলেন তার সময়ের অন্যতম সেরা ফিল্ডারদের একজন। এছাড়াও ওয়ানডেতে সনাৎ জয়াসুরিয়ার পরই সবচেয়ে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশিবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়ার কৃতিত্ব দিলশানের।-প্রিয় নিউজ
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে