সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ০১:০৪:১৯

যুক্তরাষ্ট্রে ধারাভাষ্য দিতে গিয়ে ‘বিব্রতকর’ পরিস্থিতির শিকার হলেন গাভাস্কার

যুক্তরাষ্ট্রে ধারাভাষ্য দিতে গিয়ে ‘বিব্রতকর’ পরিস্থিতির শিকার হলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : সবারই শ্রদ্ধাভাজন তিনি। ক্রিকেটে বিশ্ব এক নামে তাকে চিনেন। কিন্তু যুক্তরাষ্ট্রে ধারাভাষ্য দিতে গিয়ে ‘বিব্রতকর’পরিস্থিতির শিকার হলেন গাভাস্কার।
 
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লাডারহিল স্টেডিয়ামে এক বিব্রতকর অভিজ্ঞতাই হলো কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে গাভাস্কারকে মাঠে ঢুকতে বাধা দেন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা।

ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টেলিভিশন ধারাভাষ্যকারদের দলে ছিলেন গাভাস্কার। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ঢোকার সময় তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। গাভাস্কার যখন মাঠে ঢুকছিলেন, সে সময় মাঠে টিম বাস থেকে ক্রিকেটাররা নামছিলেন।

ওই সময় অন্য কারও স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করে রেখেছিল স্টেডিয়ামের নিরাপত্তা বিভাগ। পরিচয়পত্র থাকার পরও তাই গাভাস্কারকে ভেতরে যেতে দেননি নিরাপত্তাকর্মীরা। টিম বাস চলে যাওয়ার পর অবশ্য ‘লিটল মাস্টার’কে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়।

গাভাস্কার অবশ্য এটা নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ করেননি। নিরাপত্তার কড়াকড়িকে নিয়মের অংশ হিসেবেই মেনে নিয়েছেন তিনি। স্টেডিয়ামের গেটে অপেক্ষার সময়টা তিনি কাজে লাগিয়েছেন কিছু ভক্তের সঙ্গে ছবি তুলে।
২৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে