বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০১:০৬:৫৫

আজ বাংলাদেশি মেয়েদের গোল বাড়ানোর ম্যাচ

আজ বাংলাদেশি মেয়েদের গোল বাড়ানোর ম্যাচ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে আজ কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই আজ বাংলাদেশি মেয়েদের গোল বাড়ানোর সুযোগ। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

দুই ম্যাচে শতভাগ জয় ধরে রেখে এগোচ্ছে বাংলাদেশ। উল্টো চিত্র কিরগিজস্তানের। দুই ম্যাচে হারা দলটি হজম করেছে ১৬ গোল! এমন প্রতিপক্ষ পেয়েও স্বাগতিকদের দৃষ্টি নিজেদের স্বাভাবিক খেলায়। কোচ গোলাম রাব্বানী ছোটনের এ ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা নেই।

‘আমি আগেই বলেছি, ম্যাচ বাই ম্যাচ খেলব। প্রথম ম্যাচে শক্তিশালী ইরানের বিপক্ষে ভালো খেলেই জিতেছি। পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিতেছি আগাগোড়া প্রাধান্য বিস্তার করে। এ ম্যাচে আলাদা কিছু ভাবছি না। আমরা স্বাভাবিক খেলাটা চাই’— বলেন স্বাগতিক দলের কোচ ছোটন।

‘সি’ গ্রুপে বাংলাদেশের মতোই দুই ম্যাচে শতভাগ জয় চায়নিজ তাইপের। গোল গড়ে স্বাগতিকদের চেয়ে এগিয়ে আছে দেশটি। আজ বেলা ১১টায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তাইপে। বেলা ৩টায় আরেক ম্যাচে ইরানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের ফেভারিট হিসেবে বাছাই শুরু করা ইরান দুই ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।
৩১ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে