বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ১০:৪২:৩১

ওয়ানডে ক্রিকেটে ১০ টি দলীয় সর্বোচ্চ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে ১০ টি দলীয় সর্বোচ্চ ইনিংস

স্পোর্টস ডেস্ক : তখন ২০০৬ সালের ৪ জুলাই। এরপর থেকে কেটে গেছে পুরো দশটি বছর। সেখান থেকে ৩০ আগস্ট ২০১৬। ক্রিকেট বিশ্বে রচিত হয় আর এক ইতিহাস।

আর সেরা ইতিহাসটির সাক্ষী পাকিস্তান ও ইংল্যান্ড। চমক ইংল্যান্ডের আর লজ্জাটা পাকিস্তানের। ২০০৬ সালের ১২ মার্চ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়ে ৪৩৪ রান সংগ্রহ করে।

জবাবে তাদের টেক্কা দিয়ে ৪৩৮ রান তুলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু জুলাই মাসের ৪ তারিখ দক্ষিণ আফ্রিকার ৪৩৮ রানে রেকর্ড ভেঙে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রানের নতুন বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা।

এতদিন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহ। কিন্তু কে জানত ১০ বছরের মাথায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সেই রেকর্ড ভেঙে ইংল্যান্ড ৪৪৪ রানের নতুন বিশ্বরেকর্ড গড়বে? ইংল্যান্ডের দখলে এখন এই সেরা কীর্তি।   

দেখুন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে শীর্ষ ১০ দলীয় সংগ্রহ।
 
দল               স্কোর            ওভার            প্রতিপক্ষ             তারিখ
ইংল্যান্ড             ৪৪৪/৩          ৫০              পাকিস্তান            ৩০ আগস্ট ২০১৬
শ্রীলঙ্কা              ৪৪৩/৯            ৫০           নেদারল্যান্ডস          ৪ জুলাই ২০০৬
দ. আফ্রিকা         ৪৩৯/২            ৫০               ওয়েস্ট ইন্ডিজ       ১৮ জানুয়ারি ২০১৫
দ.আফ্রিকা          ৪৩৮/৯            ৪৯.৫            অস্ট্রেলিয়া           ১২ মার্চ ২০০৬
দ. আফ্রিকা         ৪৩৮/৪            ৫০               ভারত            ২৫ অক্টোবর ২০১৫
অস্ট্রেলিয়া           ৪৩৪/৪            ৫০               দ. আফ্রিকা        ১২ মার্চ ২০০৬
দ. আফ্রিকা         ৪১৮/৫            ৫০               জিম্বাবুয়ে           ২০ সেপ্টেম্বর ২০০৬
ভারত               ৪১৮/৫          ৫০              ওয়েস্ট ইন্ডিজ        ৮ ডিসেম্বর ২০১১
অস্ট্রেলিয়া           ৪১৭/৬            ৫০               আফগানিস্তান        ৪ মার্চ ২০১৫
ভারত                ৪১৭/৭          ৫০               শ্রীলঙ্কা            ১৫ ডিসেম্বর ২০০৯।
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে