বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ১১:৩০:০০

বিসিএলের শত্রু হয়েই ঢাকায় আসায় আসছে আফগানরা!

বিসিএলের শত্রু হয়েই ঢাকায় আসায় আসছে আফগানরা!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ক্রিকেট বোর্ড হয়তো এসব নিয়ে ভাবেনি। তবে না ভাবলেও বাস্তবে যেন ফলতে যাচ্ছে এটি।  দেশের ক্রিকেটের জনপ্রিয় লিগ বিসিএলের শত্রু হয়েই ঢাকায় আসছে আফগানিস্তান!

২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা বিসিএলের। কিন্তু এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে এবার শঙ্কা। আর এই শঙ্কার জন্য দায়ী আফগানদের কাকতালীয় বাংলাদেশ সফর। অবশ্য আফগানদের এখানে দোষ কি? দোষ যেন নিয়তির।

বিসিএল অনুষ্ঠিত না হলেও আফগান সফরকে এর কারণ হিসেবে উল্লেখ করা হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান যা বলেছেন তা চিন্তায় ফেলবে তরুণ ক্রিকেটারদের। তবে এটি বিসিবির পরিস্কার বার্তা হবে কিনা সেটি পরিস্কার বলা যাচ্ছে না।

আকরাম খান জানান, “এখন আর বিসিএল আয়োজন করে লাভ নেই। তাই আগামী মাসের শেষ দিকে জাতীয় লিগ আয়োজনের কথা ভাবছি আমরা।’ যেহেতু ওই আসর খেলার ওপর আইসিসির নিষেধাজ্ঞা নেই। জাতীয় লিগে ভালো করা ছাড়া বিসিএলে অংশ নেয়া যাবে না, এমন কোনো নির্দিষ্ট প্রক্রিয়াও নেই।”

সাধারণত জাতীয় লিগের ভালো পারফর্মাররাই লঙ্গার ভার্সন ক্রিকেট বিসিএলে খেলার সুযোগ পেয়ে থাকেন। তাই আশরাফুলের জন্য লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলার কাজটা আরেকটু সহজই হয়ে গেলো বটে।
 ৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে