বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০১:০১:১০

কিউদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়: খানিকটা পাল্টে গেলো আইসিসির র‌্যাকিং

কিউদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়: খানিকটা পাল্টে গেলো আইসিসির র‌্যাকিং

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দু্ই দেশের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়। আর দ্বিতীয় টেস্টে বিশাল জয় পায় হাশিম আমলার দক্ষিণ আফ্রিকা।   

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় ২০৪ রানে। বৃষ্টিবিঘ্নিত ডারবান টেস্ট ড্র হওয়ার পর এই জয়ে সিরিজও জিতেছে প্রোটিয়ারা। এই সাথে খানিকটা পাল্টে গেলো আইসিসির র‌্যাকিংও।  

টেস্ট র‌্যাংঙ্কিংয়ের সাত থেকে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৩৭২ রানে এগিয়ে থাকা প্রোটিয়ারা চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করে ৪০০ রানের লক্ষ্য দিয়ে। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র চারটি। দক্ষিণ আফ্রিকায় একটিও নেই।

সেই পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং। নিজের প্রথম ওভারেই স্টেইন ফিরিয়ে দেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথামকে। প্রথম বলে বোল্ড লাথাম। শেষ বলে দুর্দান্ত আউট সুইংয়ে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল।

ডেল স্টেইন একাই পান ৫টি উইকেট। নিউজিল্যান্ড তাদের শেষ ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৯৫ রানে। ম্যাচে চতুর্থ ওভারে নিউ জিল্যান্ডের রান ছিলো ৪ উইকেটে ৭! এর ৩টি উইকেটই নেন স্টেইন। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কুইন্টন ডি কক।
৩১ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে