বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩৭:৫৮

যেখানে ৩৩ বছর জিতেনি কোন ম্যাচ, সে মাঠেই নামছে ব্রাজিল

যেখানে ৩৩ বছর জিতেনি কোন ম্যাচ, সে মাঠেই নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির পর আজ (বৃহস্পতিবার) আবারো শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। আর এ নিয়ে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মাঝে।

পর্বটি নিয়ে আগ্রহের মুল কারণ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই কঠিন দুটি ম্যাচের সামনে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। অন্যদিকে আর্জেন্টিনার উরুগুয়ে।

বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। খেলাটিতে স্বাগতিক হবে ইকুয়েডরে। মজার ব্যাপার হলো, এখান থেকে অর্থাৎ ইকুয়েডরে অনুষ্ঠিতব্য স্টেডিয়ামটিতে গত ৩৩ বছরে কোন ম্যাচ জিততে পারেনি ব্রাজিল। নেইমার বাহিনীর সামনে তাই কঠিন এক পরীক্ষা।

বাছাইপর্বে আগের ছয় ম্যাচের মাত্র দুটি জিতেছে ব্রাজিল। তিনটি ড্র। ৯ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। সেরা চারে উঠে আসাও জরুরি। এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে কোচ তিতের।

আর এ দিকে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্জেন্টিনা।

সনি ইএসপিএন আজ রাত আড়াইটায় শুরু কলম্বিয়া-ভেনেজুয়েলা ম্যাচটিও দেখাবে। আগামীকাল সকাল ছয়টায় শুরু প্যারাগুয়ে-চিলি ম্যাচটি দেখাবে সনি সিক্স।
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে