বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০০:০২

‘মেসির জাতীয় দলে না ফেরাটা পাপের পর্যায়ে পড়তো’

‘মেসির জাতীয় দলে না ফেরাটা পাপের পর্যায়ে পড়তো’

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার তারকা খেলোয়াড় হ্যাভিয়ের মাশেরানো মনে করেন, তার দলের প্রাণভোমরা লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তটি ছিল চরম ভুল। মোদ্দাকথা তিনি মনে করেন, জাতীয় দলে তার না ফেরাটাই পাপের পর্যায়ে পড়তো। স্ট্রাইকার মেসির জন্যই মাশেরানোও জাতীয় দলে ফিরতে পেরেছেন, এমনটাই জানান তিনি।

কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টিতে হেরে যাওয়ার পর হতাশ হয়ে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন বার্সেলোনা মেসি। তবে নতুন কোচ এদগার্দো বাইজা ও ফুটবল ভক্তদের অনুরোধে আগস্টে আবারো জাতীয় দলে ফেরার জন্য সম্মতি দেন মেসি।

কিন্তু যদি মেসি না ফিরতেন তবে কি হতো? শুক্রবার বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামার আগে এমন প্রশ্নের সামনে পড়েন মাশেরানো। বৃহস্পতিবারের এক সংবাদ সম্মেলনে তিনিও সোজাসাপ্টা উত্তরে সাংবাদিকদের বলেন, ‘লিও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সে না ফিরলে পাপ হতো। তাকে আর্জেন্টিনার জার্সিতে না দেখতে পারা দুঃখজনক হতো।’

মাশেরানো বলেন, ‘এই সিদ্ধান্ত না নিলে দল এবং বিশ্ব ফুটবলে ভালো প্রভাব ফেলতো না।’-ওয়ান ইন্ডিয়া
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে