বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৩৭:০০

নিজেকে ‘বদলে’ ফেলার গল্প শুনুন ইমরুলের মুখেই

 নিজেকে ‘বদলে’ ফেলার গল্প শুনুন ইমরুলের মুখেই

স্পোর্টস ডেস্ক: প্রথম ১৬ টেস্টে ১ অর্ধশতক করা ব্যাটসম্যান দলে ফেরার পর ৮ টেস্টে ৩ সেঞ্চুরি, গড় ৫৪.০৭ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরেই এমন চমক দেখান তিনি। আসলে ইমরুল কায়েসের পরিবর্তনটা কোথায় ছিল, টেকনিকাল? মানসিক?

দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানসিক পরিবর্তনটাই আসল। কারণ আজীবন যে মানসিকতা বা ভাবনা ছিল, সেটা বদলাতে হয়েছে অনেক। নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে।’

শুধু ব্যাটিংয়ের কথা বললে, টেকনিকে বদল নয়, তবে বদল এনেছি ধরণে। আমার হাতে বরাবরই অনেক শট ছিল এবং শট খেলতে পছন্দ করতাম। কিন্তু জাতীয় দলে আসার পর শট খেলা কমিয়ে দিতে হয়েছিল কোচের পরামর্শে।

একপাশে তামিম শট খেলত। আবার প্রায়ই দেখা যেত আমাদের খুব দ্রুত ২-৩ উইকেট পড়ে গেছে। এজন্য আমাকে বলা হয়েছিল ধরে খেলতে। সেটা কিন্তু দলের কাজেও দিয়েছিল বেশ। আমি হয়ত রান বেশি করিনি, কিন্তু তামিমের সঙ্গে জুটি ভালোই হচ্ছিল। এজন্যই হয়ত বড় রান না পেলেও টানা ১৬ টেস্ট তখন খেলতে পেরেছিলাম।

কিন্তু বাদ পড়ার পর উপলব্ধি করেছি, ওভাবে খেলাটা নিজের জন্য খারাপ হয়েছে। অনেক্ষণ উইকেটে থেকেও রান করা হয়নি। টেস্ট ক্রিকেটেও শট খেলার প্রয়োজন আছে।
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে