বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৫৮:০১

‘বড় একটি নাম যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেটে’

‘বড় একটি নাম যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেটে’

স্পোর্টস ডেস্ক: নানা চড়াই-উৎরাইয়ের পর মাশরাফিদের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মাশরাফিদের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন ওয়ালশের। আগামী সপ্তাহে তিনি ঢাকায় আসতে পারেন।

বাংলাদেশের ক্রিকেট বড় একটি নাম যুক্ত হলো বলে মনে করছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার কক্সবাজারে সুজন বলেন, ‘কোর্টনি ওয়ালস বিরাট একটা নাম, বিরাট একটা অভিজ্ঞতা আমি মনে করি। তাঁর জ্ঞানের ভান্ডার আমাদের বোলাররা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে বাংলাদেশেল বোলাররা অনেক উপকৃত হবে। ওয়ালস-অ্যামব্রোস যখন খেলেছেন তখন তারা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারি। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস তারা। সাইলেন্ট কিলার বলা হতো ওয়ালসকে। বড় একটি নাম বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হলো।’

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়ালস ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম নির্বাচক ছিলেন। এবারই প্রথম তাকে কোচের ভূমিকায় দেখা যাবে।
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে