বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৩:৩১

‘বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি’

‘বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়ার মাধ্যমে প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিলেন কোর্টনি ওয়ালশ। টাইগাররা যেমন এই কিংবদন্তির সান্নিধ্যের অপেক্ষায় উচ্ছ্বসিত, তেমনি রোমাঞ্চিত তিনি।

কোর্টনি ওয়ালশ বলেছেন, বেশ কয়েক বছর ধরে আমি বাংলাদেশের ক্রিকেট অনুসরণ করি। বুঝি, এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। চান্দিকা হাতুরুসিংহে প্রধান কোচ হিসেবে দারুণ, এখানে তিনি ইতিবাচক উন্নতি এনেছেন। আশা করি সেটা আমরা ধরে রাখতে পারবো।

তিনি আরো বলেছেন, স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে বিসিবিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলটার সাথে কাজ শুরু করতে আমি মুখিয়ে আছি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, কোর্টনি ওয়ালশ আগামী ২০১৯ বিশ্বকাপ অবধি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দেশে এসে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের(ডব্লিউআইসিবি) নির্বাচক থাকলেও বিসিবির প্রস্তাব পেয়ে খুব একটা ভাবতে হয় নি ওয়ালশের।

গত মাস খানেক ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং কোচ নিয়ে কম জল ঘোলা হয় নি। তবে, সর্বশেষ কয়েকদিন ধরে মোটামুটি নিশ্চিত হয়েই ছিল যে, পেস বোলিং কোচ হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ।

জিম্বাবুয়ের হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করায় তার ছেড়ে যাওয়া পদের জন্য চামিন্দা ভাস, আকিব জাভেদ, চম্পকা রমানায়েকে, শেন বন্ড, কার্টলি অ্যামব্রোস, ওটিস গিবসন কিংবা অ্যালান ডোনাল্ডের নাম শোনা গিয়েছিল। তবে, শেষমেশ কোর্টনি ওয়ালশের উপরই ভরসা রাখলো বিসিবি।

ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টি টেস্টে এক সময়ের রেকর্ড ৫১৯ টি উইকেটের মালিক। টেস্টে ৫০০ উইকেট পাওয়া প্রথম বোলার তিনি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলকে ২২টি টেস্টে নেতৃত্ব দেওয়া ওয়ালশ ২০৫ ওয়ানডেতে তুলে নিয়েছেন ২২৭ টি উইকেট।
১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে