বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৭:৩২

রোনালদিনহো যখন গায়ক

রোনালদিনহো যখন গায়ক

স্পোর্টস ডেস্ক: রিওতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বছরের প্যারা অলিম্পিক উপলক্ষে একটি গান গেয়েছেন সাবেক ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো। নিজের দেশের দুই সংগীতশিল্পী ঝামা এবং পাবলো লুইজ এর সঙ্গে মিলে এই গানটি গেয়েছেন রোনালদিনহো। পর্তুগিজ ভাষায় গাওয়া গানটির শিরোনাম ‘এও সোদা মুনদো, উম বেন্সেদোর’, যার বাংলা করলে দাঁড়ায়, আমি এসেছি পৃথিবী থেকে, বিজয়ী হয়ে।
 
নিজেকে প্যারাঅলিম্পিকের একজন ভক্ত হিসেবে পরিচয় দেয়া রোনালদিনহো জানান যে এই অ্যাথলেটদের সাহস, সংকল্প আর অধ্যবসায় থেকে অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছেন তিনি। সাবেক এই মিলান এবং বার্সেলোনা ফুটবলার বলেন, ‘এই অ্যাথলেটদের কথা মাথায় রেখেই আমরা গানটি রচনা করি, যাতে তাদের আমরা শক্তি আর উৎসাহ দিতে পারি। তারা বিজয়ীর চেয়েও বেশি কিছু, তারা সুপার অ্যাথলেটস। তাদের খেলা দেখতে দর্শকদের কাতারে আমিও থাকবো।’
 
ব্রাজিলিয়ান প্যারাঅলিম্পিক কমিটির প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ পার্সনস এ প্রসঙ্গে বলেন, যখন রোনালদিনহো আমাদের সাথে গানটির বিষয়ে কথা বললেন এবং দেখালেন, আমাদের মনে হয়েছে এটাইতো অ্যাথলেটদের জয়ের প্রেরণা। আমরা আশা করছি দর্শকরাও অনেক পছন্দ করবে গানটি।-ইত্তেফাক
১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে