বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৮:০৬

‘এমসিসিবি’ র পরের আসরে জয়সুরিয়া-ওয়াসিম

‘এমসিসিবি’ র পরের আসরে জয়সুরিয়া-ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : আমরা নিয়মিত এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে চাই। এমনটি পরের বার আরো ভালো কিছু করার চেষ্টা করবো। ঢাকা লিগে খেলা বিদেশী ক্রিকেটারদের সাথেও আমরা যোগাযোগ করবো। তারা আইকন খেলোয়াড় হিসেবে খেলবে। সনাথ জয়সুরিয়া ও ওয়াসিম আকরামের মতো দুনিয়া মাতানো সাবেক ক্রিকেটারদের কথা ভাবা হচ্ছে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও এই মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ(এমসিসিবি) এর আয়োজক কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজন এসব কথা বলেছেন।

খালেদ মাহমুদ সুজন আরো বলেছেন, অবশ্যই এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আমাদের উদ্দেশ্য আছে। আমরা এখান থেকে তহবিল সংগ্রহ করবো যা দিয়ে পরে দেশের মানুষের পাশে দাঁড়ানো হবে।

বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে এই এমসিএলের আদলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে । বাংলাদেশের ঘরোয়া লিগে কমপক্ষে দশ বছর খেলার অভিজ্ঞতা আছে এমন সাবেক ক্রিকেটারদের নিয়েই হচ্ছে এই টুর্নামেন্ট। এদিকে দেশীয় ঘরোয়া লিগে খেলা সাবেক বিদেশী ক্রিকেটারদের পরের আসর থেকে আনার পরিকল্পনা করছে আয়োজক কমিটি।

নিসন্দেহে সাবেক ক্রিকেটারদের একসাথে হবার অনেক বড় মঞ্চ হয়েছে এই টুর্নামেন্ট। পাশাপাশি অনেক বছর পর আবার ব্যাট, প্যাড মাঠে নামা হচ্ছে।  মোটামুটি এই আয়োজন একটি উৎসবের মতো হয়ে গেছে।

উল্লেখ্য, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুইটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।  গ্রুপপর্বের সব ম্যাচ ও সেমিফাইনালের দুইটি ম্যাচ কক্সবাজারেই  অনুষ্ঠিত হবে। এরপর ৬ সেপ্টেম্বর মিরপুর

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। সন্ধ্যা সাতটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে দিবা-রাত্রির ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে