বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৯:৫৬

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন এই প্রজন্মের এক ক্রিকেটার

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন এই প্রজন্মের এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে পেসারদের তালিকায় সবচেয়ে বেশি উইকেট শিকারের ক্ষেত্রে পাকিস্তানের ওয়াসিম আকরামকে পেছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে আকরামকে টপকে যান স্টেইন। বর্তমানে স্টেইনের উইকেট সংখ্যা ৪১৬। আর আকরামের উইকেট শিকার ৪১৪।

সেঞ্চুরিয়ান টেস্ট খেলতে নামার আগে স্টেইনের বোলিং পরিসংখ্যান ছিলো ৮৩ ম্যাচে ৪০৮ উইকেট। ওই টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রানে ৩ উইকেট নিয়ে আকরামের আরও কাছে পৌঁছে যান স্টেইন। তবে দ্বিতীয় ইনিংসেই আকরামকে টপকে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে আকরামকে পেছনে ফেলেন স্টেইন।

স্টেইনের উপরে এখন আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, ইংল্যান্ডের জেমস এন্ডারসন, ভারতের কপিল দেব, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।

ম্যাকগ্রাথ ১২৪ টেস্টে ৫৬৩, ওয়ালশ ১৩২ টেস্টে ৫১৯, এন্ডারসন ১১৯ টেস্টে ৪৬৩, কপিল ১৩১ টেস্টে ৪৩৪, হ্যাডলি ৮৬ টেস্টে ৪৩১ ও পোলক ১০৮ টেস্টে ৪২১ উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে ৮ উইকেট নিয়ে র‌্যাংকিং-এ শীর্ষে ওঠেন স্টেইন। তার রেটিং এখন ৮৭৮।
১ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে