শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৯:৩৭

ম্যাচ সেরা হয়ে এই অনুরোধ জানালেন মোহাম্মদ রফিক

ম্যাচ সেরা হয়ে এই অনুরোধ জানালেন মোহাম্মদ রফিক

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ রফিক জানিয়েছেন এই অনুরোধ। ৮ বলে ২২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাংলাদেশ দলের এক সময়ের এই কাণ্ডারি। জাতীয় দলকে তিনি বিদায় জানান ২০০৮ সালে।

এবার কক্সবাজারে শুরু হয়েছে সাবেকদের ক্রিকেট আসর মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। এই আসরের প্রথম ম্যাচে সেই পুরনো রফিককেই দেখা গেলো। বল হাতে এক উইকেট নেয়ার পর ব্যাট হাতে পুরনো স্টাইলে হাঁকালেন দুটি ছয়। দলকে জিতিয়ে শেষপর্যন্ত অপরাজিতও থাকলেন।

রফিককে দেয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ সেরা হয়ে রফিক বলেছেন, ক্রিকেটটা তার কাছে বয়সের নয়, এটি বেসিকের খেলা।

তিনি বলেন, বয়স হয়েছে তাই বলে বেসিক তো ভুলে যাইনি। এরকম টুর্নামেন্ট প্রতিটি জেলায় যদি আয়োজন করা যেতো তাহলে ভালো হতো। পরে রফিক একটি অনুরোধ জানান কর্তৃপক্ষের প্রতি। অর্থাৎ এই ফরমেটে আরও খেলতে চান তিনি। জানালেন সে ইচ্ছার কথাই।

মোহাম্মদ রফিক এ বিষয়ে বলেন, আমি আয়োজক ও স্পন্সরদের অনুরোধ করবো এ জাতীয় টুর্নামেন্ট যেন নিয়মিত আয়োজন করা হয়।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে