শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৪:৩৪

জীবনের শেষ ম্যাচের দিন অঝোরে কাঁদলেন জার্মানির এই তারকা

জীবনের শেষ ম্যাচের দিন অঝোরে কাঁদলেন জার্মানির এই তারকা

স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপজয়ী দল জার্মানির ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। দেশটির হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন সাবেক অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ক’দিন আগেই তিনি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন।

সে সময় তিনি জানান, ফিনল্যান্ডের বিপক্ষের প্রীতি ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ হবে। বুধবার জীবনের শেষ ম্যাচ খেলেন তিনি। শোয়াইনস্টাইগারের শেষ ম্যাচে মুনশেনগ্লাডবাখকের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় জার্মানি।

এই ম্যাচটি তার জীবনের শেষ ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার আগে শোয়াইনস্টাইগারের বিদায়ী অনুষ্ঠান করা হয়। সেখানে সবার সামনে অঝোরে কেঁদে ফেলেন ৩২ বছর বয়সী এ ফুটবলার। মাঠে উপস্থিত জার্মানি ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।

মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক তাকে করতালি দিয়ে বিদায় জানান। দর্শকদের উদ্দেশ্যে শোয়াইনস্টাইগার বলেন, ‘আপনাদের জন্য খেলতে পেরে আমি গর্বিত। দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো- তা কখনও কল্পনা করিনি।’ ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য শোয়াইনস্টাইগার।

২০০৪ সালে হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতিম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর ১২১ ম্যাচে দেশের হয়ে করেছেন ২৪ গোল। জার্মানির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব তার। ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলার রেকর্ড লোথার ম্যাথিউসের। শোয়াইনস্টাইগারের বিদায়ী ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাক্স মেয়ার। সদ্য শেষ হওয়ায় রিও-অলিম্পিকে জার্মানির ফুটবল দলের সদস্য তিনি। তারা এবার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রূপা জিতেছে। অলিম্পিকে দারুণ নৈপুণ্য দেখানোয় জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

এরপর ৭৭ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় পাউলাস আরাজুরির আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। এদিন ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বিদায়ী খেলোয়াড় শোয়াইনস্টাইগার।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে