শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩১:৩৪

ফিল্ডিং কোচ থেকে পদোন্নতি দেওয়া হয়েছে হ্যালসলকে, কলাপ পুড়লো কালপাগের

ফিল্ডিং কোচ থেকে পদোন্নতি দেওয়া হয়েছে হ্যালসলকে, কলাপ পুড়লো কালপাগের

স্পোর্টস ডেস্ক : টাইগারদের ট্রেনিংয়ের জন্য বিসিবির নানা আয়োজন। এই খাতে মোটা অংকের বাজেট ব্যয় করছে বাংলাদেশ ক্রিকেট বো্র্ড। নতুন করে পুরো সেটআপ ঠিক করে নিচ্ছে বোর্ড। ফিল্ডিং কোচ থেকে পদোন্নতি দেওয়া হয়েছে হ্যালসলকে আর কলাপ পুড়লো কালপাগের।

পদোন্নতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে। এখন তিনি প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সহকারী। ২০১৯ সাল পর্যন্ত এই পদে থাকবেন তিনি।  

আগের সহকারী কোচ রুয়ান কালপাগের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। তার জায়গায় হ্যালসলকে পদোন্নতি দেওয়ার কথাই শোনা যাচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপান এ বিষয়ে বলেন, আমার কিছু ঘাটতি আছে কোচিং স্টাফে। এজন্য আমাদের যে ফিল্ডিং কোচ আছে রিচার্ড হ্যালসল, তাকে আমরা সহকারী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।”

২০১৪ সালে অগাস্টে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জিম্বাবুয়েতে জন্ম নেওয়া হ্যালসল। বাংলাদেশের কোচিং স্টাফে সবচেয়ে ‘হাই প্রোফাইল’ কোচ তিনিই।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচ। ইংল্যান্ডেও পরে পদোন্নতি পেয়ে হন সহকারী কোচ। সেই সময় অ্যান্ডি ফ্লাওয়ারের অসুস্থতা ও বিশ্রামে টুকটাক মূল কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে