শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৭:৩৭

‘মেসি ফিটতো সব ফিট, ও দলে থাকলে কোনো সমস্যা হবে না’

‘মেসি ফিটতো সব ফিট, ও দলে থাকলে কোনো সমস্যা হবে না’

স্পোর্টস ডেস্ক : চোট নিয়েও উরুগুয়ের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। পেয়েছেন গোল। কুঁচকির চোটে ভুগছেন তারকা এই ফরোয়ার্ড। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মেসির একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা।

তবে এবার অনিশ্চিত মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউসা বলেন, ব্যথা থাকার পরও মেসি দারুণ একটি ম্যাচ খেলেছে। সে কুঁচকির চোটে ভুগছে। যাদের এমন হয়েছে তারা জানে এটা কতটা যন্ত্রণাদায়ক। মেসি ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবে কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

বাউঝা আরও বলেন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা বুঝতে পারবো তার অবস্থা কেমন। তবে তাকে নিয়ে আমরা ঝুঁকি নেব না। তিনি জানান, মেসির জায়গায় খেলানোর জন্য দুই-থেকে তিনজন ঠিক করে রেখেছেন তিনি। তবে মেসি খেলতে পারলে চিত্র পাল্টে যাবে না বলে জানান আর্জেন্টিনার নতুন কোচ বাউঝা।

আর্জেন্টিনা ধাক্কাও খেয়েছে। উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না ইউভেন্তুসের ফরোয়ার্ড পাওলো দিবালাও। চোটের কারণে সের্হিও আগুয়েরো আর হাভিয়ের পাস্তোরে আগেই ছিটকে পড়েছেন। তবে দলের কোচ জানান মেসি ফিটতো সব ফিট, ও দলে থাকলে কোনো সমস্যা হবে না।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে