শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৫৬:৪১

অবিশ্বাস্য হলেও সত্য, ৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মাশরাফি!

অবিশ্বাস্য হলেও সত্য, ৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্য, ৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের সেরা অধিনায়ক বলা হয় তাকে। ২০১৫ সালে মাশরাফির অধীনে বাংলাদেশ জাতীয় দল অসাধ্যকে সাধন করে।

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে টাইগার শিবির। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়েষ্ট ইন্ডিজকে হঠিয়ে জায়গা দখল করে নেয় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নক্ষত্র মাশরাফি মর্তুজা।

ক্রিকেট বিশ্বে মাশরাফি একমাত্র ক্রিকেটার যে বারবার অস্ত্রোপাচারের পরেও এখনও দিব্যি ক্রিকেট খেলে যাচ্ছেন। কিন্তু এমন অনেক ক্রিকেটার আছেন যারা অস্ত্রোপাচারের নাম শুনেই ক্রিকেটকে গুডবাই বলে দিয়েছেন। ক্রিকেটের প্রতি মাশরাফির এই ভালবাসার কারণে বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে আছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।

মাশরাফি মূলত বোলার হিসেবে খেললেও ব্যাটিংয়েও তিনি কম যান না। শেষের দিকে দলের রানের চাকা বাড়াতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। চলতি বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তার টর্নোডে ইনিংসের কারণে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। এমন অনেক ম্যাচ আছে যেই ম্যাচে মাশরাফির ঝড়ো ইনিংসের বদৌলতে একটা সম্মান জনক স্কোরে পৌঁছায় দল। আজ পাঠকদের সামনে এমনি একটি ইনিংস তুলে ধরব।

ভারতের বিপক্ষে বরাবরই ভাল ব্যাটিং করেন মাশরাফি। এই দিন তিনি একটু বেশিই নিষ্ঠুর হলেন। ব্যাটিংয়ে ছিলেন মাশরাফি এবং আব্দুর রাজ্জাক। প্রথম বলে একটা সিঙ্গেল নিয়ে মাশরাফিকে স্ট্রাইক দিলেন রাজ্জাক। পরের চার বলে চারটি বিশাল ছয়। শেষ বলটিতে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক প্রান্তে থাকেন মাশরাফি। দেখুন মাশরাফির সেই দানবীয় ইনিংসটি।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে