শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৯:০৭

বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না পাকিস্তান!

বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক : ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৭সহ মোট ৮ দল।  ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন পাকিস্তান আছে নবম অবস্থানে। আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়। ১০ দলের ২০১৮ বাছাই পর্বে খেলে বাকিদের বিশ্বকাপ নিশ্চিত করতে হবে। ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে নিয়ে এখানেই দলের কোচের।

গত মে মাসে পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জায়গা পাওয়াটা এখন ভাগ্য মানছেন আর্থার। তিনি বলেছেন, ব্যাপারটা এরকমই। কথাটা বলতে ভালো লাগছে না। কিন্তু আমরা বিশ্বের নয় নম্বর দল এবং আপনারা বুঝতেই পারছেন তা কেন?

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের দুটি ওয়ানডে সিরিজ আছে। সেখানে ভালো করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ভালো ওয়ানডে দল। এর মাঝে আমরা অস্ট্রেলিয়ায় কঠিন এক ওয়ানডে সিরিজে স্যান্ডউইচ হয়ে যাবো।

তিনি আরো বলেন, সবাইকে সুযোগ দিতে চাই। কিন্তু সফরের পর বুঝবো কাকে রাখা যাবে আর কাকে না।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে