শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২৭:২৭

‘টি২০ খেললে সাকিবের মতো হতাম’

‘টি২০ খেললে সাকিবের মতো হতাম’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক তারকা খ্যাত ক্রিকেটার মোহাম্মদ রাফিক আন্তর্জাতিক ক্যারিয়ার যখন শেষ করেছেন, নামের পাশে একটি মাত্র টি২০ ম্যাচ। চুটিয়ে টি২০ খেলতে না পারায় আফসোস তাই থেকেই গেছে তার।

টেস্ট ক্রিকেটে রয়েছে সেঞ্চুরি। পাঁচ উইকেট পেয়েছেন সাতবার। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ৭৭ এবং ১২৫ ম্যাচে রয়েছে ১২৫ উইকেট। তারপরও নিজেকে টি২০ ক্রিকেটার হিসেবে মনে করেন রফিক। তার সময়ে টি২০ ক্রিকেট থাকলে নাকি সাকিব আল হাসানের মতোই বিশ্বমানের অলরাউন্ডার হতেন তিনি।

গত শুক্রবার কক্সবাজারে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে মোহাম্মদ রফিক এমনটাই বলেছেন।

মোহাম্মদ রফিক বলেন, আমাদের সময় টি২০ ছিল না। আমি মূলত টি ২০ ক্রিকেটার। সুযোগ পেলে আমিও সাকিব আল হাসানের মতো টি ২০ ক্রিকেটার হতাম।

তিনি আরো বলেন, ক্রিকেট মূলত বেসিক খেলা। আর এখানে সবাই আমরা প্রায় সমবয়সী। তাই বেসিকটা কাজে লাগিয়ে সফল হয়েছি।

ম্যাচে রফিক আট রান দিয়ে নেন এক উইকেট ও ৮ বলে অপরাজিত ২২ রান করেন।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে