শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:০৪:১৫

৯ বলে ৩ ছক্কায় ২৩ করলেন রফিক

৯ বলে ৩ ছক্কায় ২৩ করলেন রফিক

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়া সত্ত্বেও গ্রুপ চ্যাম্পিয়নের তকমা নেওয়ার জন্য লড়াইয়ে নেমেছিল লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স ও কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স। আর এই লড়াইয়ে লংকা-বাংলা অল স্টারস মাস্টার্সকে বড় ব্যবধানে হারিয়েছে কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স।

শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। মনিরুজ্জান টিংকু ৩৫ বলে ৫টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেন। তবে কম যান নি মোহাম্মদ রফিকও। মাত্র ৯ বলে ৩টি ছক্কার সাহায্যে করেন ২৩ রান। এ দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় নির্ধারিত ১০ ওভারে তিন উইকেটে ১১১ রান করে ঢাকা মেট্রো।

১১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অলস্টারস। দলীয় ৮ রানে দুই ওপেনারকে হারায় তারা। এরপর আজম ইকবালকে সঙ্গে নিয়ে অধিনায়ক সেলিম সাহেদ দারুণ এক জুটি গড়ে তোলেন। তৃতীয় উইকেটে অপরাজিত ৬৭ রানের জুটি গড়লেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ১০ ওভারে দুই উইকেটে ৭৫ রান করতে সমর্থ হয় তারা।

২৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সেলিম সাহেদ। এছাড়া ২৪ বলে ৩১ রান করেন আজম ইকবাল। ঢাকার পক্ষে নিয়ামুর রশিদ রাহুল ও ইকবাল হোসেন ১টি উইকেট পান।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে