শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩১:৩৭

‘ইংল্যান্ড চারশ’ করলেও বাংলাদেশ জিতবে’

‘ইংল্যান্ড চারশ’ করলেও বাংলাদেশ জিতবে’

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বাংলাদেশে এসে ৪০০ রান করলেও আমাদের ব্যাটসম্যানরা ওই স্কোর চেজ করতে সক্ষম। ঘরের মাঠে সবারই অন্য চেহারা থাকে। সেটা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সবাই হতে পারে। ইংল্যান্ড এখানে এলে হয়তো আমাদের স্পিন আক্রমণে পেরে উঠবে না। ওদের টিকে থাকতে হলে আমাদের স্পিন আক্রমণের বিপক্ষে লড়াই করতে হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভযোগ্য ক্রিকেটার সাব্বির রহমান এসব কথা বলেছেন।

সাব্বির রহমান বলেছেন, আফগানিস্তান বাংলাদেশে আসলে শুধু আমার জন্য নয়, দলের  সবার জন্যই অনেক ভালো হবে। ছয় মাস ধরে আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আফগানিস্তান ভালো দল। ২০১৪ সালে আমরা ওদের কাছে হেরেছিলাম। এবার চেষ্টা করবো সবগুলো ম্যাচ জেতার জন্য।

তিনি বলেছেন, আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটে আফগানিস্তানের অনেকেই খেলে গেছে। তারাই হয়তো জাতীয় দলে থাকবে। ওদের দুর্বলতা এবং শক্তিমত্তা নিয়ে আমরা কাজ করছি। দুই দলই স্পিন ও পেস- দুটোই ভালো খেলে। আশা করি, ভালো একটা সিরিজ হবে।

তিনি আরো বলেছেন, আমি সব সময় বোলিং করতে আগ্রহী। নেটে যখন সুযোগ পাই বোলিং করি। বোলিং নিয়ে আমি কাজ করছি। অনেক উন্নতি হয়েছে। মাশরাফি (বিন মুর্তজা) ভাই সব সময় বলে, বোলিং করতে হতে পারে। আমি আশায় থাকি কখন আমাকে বোলিং দেওয়া হবে।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে