শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫০:৫০

ওয়ালশ আজ আসছে, পূরণ হবে মাশরাফির ইচ্ছা

ওয়ালশ আজ আসছে, পূরণ হবে মাশরাফির ইচ্ছা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) টাইগারদের নতুন ফাস্ট বোলিং কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়। আর তিনি হলেন কোর্টনি ওয়ালশ। সিঙ্গাপুর থেকে ফিরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বোলিং কিংবদন্তি আসছেন আজ রাতেই।

এসময় নাজমুল হাসান পাপন আরো বলেন, তিনি(ওয়ালশ) মেন্টর হিসেবে পরিচিত। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, টেকনিক্যালি তিনি অনেক সমৃদ্ধ। তিনি জানেন কী করতে হবে। আমাদের ছেলেদের কতটুকু দিতে পারবেন, সময়ই বলে দেবে। আমার ধারণা, তিনি আমাদের পেস বোলিংয়ে বিরাট সংযোজন।

ওয়ালশ সর্বশেষ দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবে। বিসিবির সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেলেও ভারতের বিপক্ষে ক্যারিবীয়দের সিরিজ থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারছিলেন না তিনি। বিসিবির সভাপতি এ ব্যাপারে বললেন, এ কারণেই বোলিং কোচের নাম ঘোষণা করতে দেরি হয়েছে বিসিবির।

নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা পেসারদেরই একজন ওয়ালশ। তবে খেলোয়াড়ি জীবন শেষে বেশির ভাগ সময় ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজেই যুক্ত ছিলেন ওয়ালশ। জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই সাবেক এই ক্যারিবীয় ফাস্ট বোলারের। তারপরও শুরু থেকেই বিসিবির প্রথম পছন্দ ছিলেন ওয়ালশই।

এদিকে জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে ওয়ালশের নাম শোনার পরেই ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমার আইডল ওয়ালশ। তার সঙ্গে কাজ করাটা তিনি নিশ্চয় খুব উপভোগ করবেন। এই হিসেবে মাশরাফির ওয়ালশের সান্নিধ্য পূরণের দিনটি বোধ হয় আজই।
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে