শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৭:৫২:৫৩

আইসিসির কাছে যাবেন পাপন

আইসিসির কাছে যাবেন পাপন

স্পোর্টস ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিতের ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে বিষন্ন হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি। অজিদের এই সিদ্ধান্তে ষোল কোটি মানুষের সাথে কষ্ট পেয়েছেন বিসিবির কর্তা ব্যক্তিগণ।

বিসিবির পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে পাপন জানান, তার আইসিসির সাথে যোগাযোগ করার ইচ্ছা। অস্ট্রেলিয়ার সাথেও যোগাযোগ চালিয়ে যাওয়ার পক্ষপাতি তিনি। অস্ট্রেলিয়ার আপত্তি শুধু বাংলাদেশকে নিয়েই না তা দাবি করে পাপন বলেন, “যে তালিকা দেখে অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্ত, জঙ্গী আক্রমণ ঝুঁকির সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৩। আর ভারতের ৬। তাই বলে কি ভারতে ক্রিকেট হবে না? পাকিস্তান তো আছেই, পাশাপাশি বাংলাদেশ, ভারত কিংবা শ্রীলংকা সব দেশই ঝুঁকিপূর্ণ। কিন্তু এর ফলে ক্রিকেট বন্ধ থাকতে পারে না। এ বিষয়টি আমি পরবর্তী আইসিসি মিটিং এ উত্থাপন করব।”

অস্ট্রেলিয়ার এই একগুঁয়েমি সিদ্ধান্তে যে ক্ষতিগ্রস্ত হল বাংলাদেশ তা স্বীকার করে পাপন বলেন, “নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বিরাট ক্ষতি। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সিরিজটির জন্য। সেই সিরিজের এমন পরিণতি খুবই হতাশাজনক। সাধারণ দর্শকের জন্যও বিষয়টা দুঃখজনক যে তারা ক্রিকেটটা মিস করবে।”
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে