সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ০২:৫৬:০৮

কার হাতে কত টাকা আইপিএল নিলামের দ্বিতীয় দিনে? কোন বাংলাদেশি ক্রিকেটার দল পাচ্ছেন?

কার হাতে কত টাকা আইপিএল নিলামের দ্বিতীয় দিনে? কোন বাংলাদেশি ক্রিকেটার দল পাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটপ্রেমীদের নজর আজ আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে। বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম নিলামেই হয়েছে টানটান উত্তেজনাপূর্ণ। 

দুই দিন ধরে চলা নিলামে প্রথম দিন শুরুতেই ঝড় তুলেছিলেন শ্রেয়াস আইয়্যার ও রিশব পন্ত। প্রথম দিনের আইপিএলের নিলাম শুরু হওয়ার পরপরই সবথেকে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন শ্রেয়াস আইয়্যার। তবে ২০ মিনিট ব্যবধানে আইয়্যারলে পিছনে ফেলে আইপিএলের সবথেকে দামী ক্রিকেটার এখন রিশব পন্ত। ভারতের হয়ে চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

আজ সৌদি আরবের জেদ্দায় চলবে দ্বিতীয় দিনের নিলাম। দল গোছাতে এখনও দেশি-বিদেশি ক্রিকেটার কেনার বাকি ১০ ফ্র্যাঞ্চাইজির। তবে নির্ধারিত অর্থের বাইরে গিয়ে কোনো ক্রিকেটার কিনতে পারবে না দলগুলো। রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটার ধরে রেখেছে। 

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও সর্বনিম্ন ১৮ জনের দল গড়তে পারবে। যার মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ ৮ জন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। আগামী তিন বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

দ্বিতীয় দিনে কি দল পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা। কপাল খুলবে তাসকিন, শরিফুল নাহিদ রানাদের। আইপিএলে খেলা ১০টি দলের হিসেব বলছে এখনও সেই সম্ভাবনা ফুরিয়ে যায়নি বাংলাদেশের। সব মিলিয়ে এখনও ৪৬ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন আসন্ন আইপিএলে। আর সেখানটাতে তাই বাংলাদেশের দুই একজনের দল পাওয়ার সম্ভাবনা থাকছেই। তাই প্রথম দিন দল না পেলেও দ্বিতীয় দিনে কপাল খুলতে পারে বাংলাদেশি ক্রিকেটারের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে