স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বাংলাদেশের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব তার বাসার গৃহকর্মীকে নির্যাতন করেন। শুধু শাহাদাত নয় ক্রিকেটারদের নানা আলোচিত-সমালোচিত ঘটনার সাথে জড়ানোর অসংখ্য উদাহরন রয়েছে।
রাজিব এখন পালিয়ে বেড়াচ্ছেন। তাকে খুঁজছে পুলিশ। রাজিবের সতীর্থ ক্রিকেটাররাও এখন ভালো দৃষ্টিতে দেখছে না তাকে। এমনকি তাকে গ্রেফতারের জন্য পুলিশকে সহযোগিতা করবে তারা!
রাজিবের আগে কেলেঙ্কারির সাথে জড়ান রুবেল হোসেন। রুবেল গাঁ ঢাকা দিয়ে রেহাই পাননি। নারী নির্যাতনের মামলায় জেলে যেতে হয় তাকে।
সেই দিনগুলোতে রুবেলের পক্ষে কথা বলার সাহস ছিল না থোদ বিসিবিরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, রুবেলের ব্যক্তিগত বিষয়ে বা তার মামলার বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না! সেই রুবেল জেল থেকে ছাড়া পেয়ে বিশ্বকাপ খেলেন।
কয়েকদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি ও তার স্ত্রী আন্দ্রেয়ার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে। তিন দিন আটকে রেখে নির্যাতন করেন কাম্বলি। কাম্বলির কাঁদে এখনো এই মামলা ঝুলছে।
সাবেক ভারতীয় ওপেনার নভোজ্যাৎ সিং সিধু গাড়ি চাপা দিয়ে এক বৃদ্ধাকে। পরে মারা যান এই বৃদ্ধা। তিন বছর জেলে থাকতে হয় তাকে।
মোহাম্মদ আশরাফুল বিপিএল আসরে কেলেঙ্কারিতে এখনো মাঠের বাইরে। পাঁচ বছরের নিষেধাজ্ঞার মত শাস্তি পেতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়ার স্পিনার টেরি টার্নার ডাকাতিও করেছেন। সাড়ে ৬ বছর জেলে থাকতে হয় তাকে।
স্পোর্টস ক্লাব ও জাতীয় একাডেমিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন এক ইংলিশ ক্রিকেটার। তিনি হলেন মার্ক ভারমিউলেন। পরে দর্শকদের আক্রমনের মুখেও পরতে হয় তাকে। এ রকম উদাহরনের অভাব নেই ক্রিকেটারদের মাঝে।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর