স্পোর্টস ডেস্ক : টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন- দ্য গার্ডিয়ান, নিউইর্য়ক টাইমসহ একাধিক গণমাধ্যমের খবরে এমনটি বলা হয়েছে। যদিও ইন্টার মায়ামি কিংবা টাটা মার্টিনোর কেউই এখন পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন মার্টিনো। ২০২৩ সালের জুনে দায়িত্ব নেয়ার পর ভালো সময় কাটিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি লিওনেল মেসি, সের্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের সঙ্গে পুনর্মিলিত হন, যাদের বার্সেলোনায়ও কোচিং করিয়েছিলেন।
টাটা মার্টিনোর অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল, যা যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির প্রথম শিরোপা। এছাড়াও, দলটি ইস্টার্ন কনফারেন্সে উজ্জ্বল পারফরম্যান্স দেখায়, সাপোর্টারস শিল্ড জেতে, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়।
মার্টিনো চলে যাওয়ায় কে আসছেন মেসিদের কোচ হয়ে? গুঞ্জন চলছে বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে। তালিকায় আছে জিনেদিন জিদান ও হাভিয়ের মাশচেরানোর নামও। তবে এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত করেনি মায়ামি কর্তৃপক্ষ।
তবে বাস্তবতা বলছে, জাভি ও জিদানকে নিয়ে মায়ামির স্বপ্নপূরণ কঠিন। কারণ এই মুহূর্তে ইউরোপ ছেড়ে অন্য কোনো মহাদেশে কোচিং করাতে আগ্রহী নন তারা। তাছাড়া তাদের উচ্চ বেতনে নিয়োগ দেয়াও মায়ামির পক্ষে অসম্ভবের মতো।