শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ১২:৩৫:১২

বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে হারালো দ.আফ্রিকা

বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে হারালো দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা স্বপ্নেও কি ভেবেছিলেন তার দুরন্ত ইনিংস গুরুত্বহীন হয়ে যাবে ? না, রোহিতের ৬৬ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংসের মূল্য দিতে পারলেন না বোলাররা। গান্ধি-ম্যান্ডেলা সিরিজ়ের প্রথম টি টুয়েন্টি ম্যাচে ৭ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতের ১৯৯ রানের জবাবে ২ বল বাকি থাকতে তুললো ২০০/৩।

রোহিতের মতো কোনও বিধ্বংসী ইনিংস খেলেননি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যান। হাসিম আমলা (৩৬), ডি’ভিলিয়ার্স (৫১), ডুমিনি (অপরাজিত ৩৪ বলে ৬৮), বেহারদিয়েনরা (২৩ বলে অপরাজিত ৩২) কার্যকরী ইনিংস খেলে গেলেন। যার ফলে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
 
রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং প্রথমে ভারতকে পৌঁছে দিয়েছিল ১৯৯ রানে। ৬৬ বলে ১০৬। ১২টি ৪, ৫টি ৬। এতটা বিধ্বংসী হয়ে উঠবেন, রোহিতের ব্যাটিংয়ের শুরুতে তেমন ইঙ্গিত ছিল না। ম্যাচ যত গড়িয়েছে, ক্রমশ বিধ্বংসী হয়ে উঠেছেন রোহিত। ডি’ল্যাঙ্গে থেকে শুরু করে ক্রিস মরিস কেউই রেহাই পাননি।
 
নিজের উপর কতটা আস্থা ছিল রোহিতের, ডি’ল্যাঙ্গেকে ৬ মেরে জীবনের প্রথম টি টুয়েন্টি শতরানে পৌঁছনোতেই তার প্রমাণ পাওয়া যায়। শিখর ধাওয়ান (৩) শুরুতেই রান আউট হয়ে ফিরে যাওয়ার পর ভারতকে টেনে নিয়ে যান রোহিত ও কোহলি (৪৩)। দু’জনই একই ওভারে আউট হয়ে ফিরে যাওয়ায় ভারতের রানের গতি কমে যায়। পরের দিকে সুরেশ রায়না (১৪), ধোনি (অপরাজিত ২০), রায়ডুরা (০) রানের গতি বাড়াতে পারেননি।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে