মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:২০:৫৩

বিশ্বকাপের বাছাইপর্বে নেইমারকে অধিনায়ক না করার কারণ জানালেন তিতে

বিশ্বকাপের বাছাইপর্বে নেইমারকে অধিনায়ক না করার কারণ জানালেন তিতে

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিকে ব্রাজিলের নেতৃত্ব ভার নেইমারের ওপর থাকলেও টুর্নামেন্ট শেষ হতেই জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি।

এরপর তার বদলি হিসেবে বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সেলেকাওদের নেতৃত্ব দেন মিরান্ডা। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে অধিনায়ক করা হয়েছে দানি আলভেজকে। তার মানে, তিন ম্যাচে ব্রাজিলের তিন অধিনায়ক। নেইমারকে ফের অধিনায়ক না করার কারণ জানালেন দলীয় কোচ তিতে।

অধিনায়কত্বের ভার তিতের কাছে ‘অমানবিক’ বলে বিবেচিত। তার ভাষায়, ‘আমি অলিম্পিক দলের কাছে বলতে শুনেছি, একজন খেলোয়াড়ের কাছ থেকে এত কিছু প্রত্যাশা করাটা অমানবিক। যদিও নেইমার বিশ্বের তিনজন সেরা খেলোয়াড়েরই একজন।’

সেলেকাওদের কোচ আরো যোগ করেন, ‘ফুটবল আসলে এমন নয়! আপনাকে দায়িত্ব ভাগ করে দিতে হবে। কারণ, এমনটা করলে দলের সবাই শক্তিতে পরিণত হয়। এমনকি নেইমারও।’
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে