স্পোর্টস ডেস্ক : প্রথম আইএসএল শুরু হয়েছিল কলকাতার মাঠে অ্যাটলেটিকো দি কলকাতা ও মুম্বাই সিটিএফসি ম্যাচ দিয়ে। তার আগে কলকাতার যুবভারতীতে হয়েছিল তাক লাগানো উদ্বোধনী অনুষ্ঠান। এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেওয়ার পালা চেন্নাইয়ের।
বলতে গেলে কলকাতাকে টেক্কা দিতে সংগঠকরা চেন্নাইয়ান এফসি মালিক অভিষেক বচ্চনকে রাজি করিয়ে ফেলেছেন, তার স্ত্রী বলিউডের একদা হার্টথ্রব ঐশ্বর্য রাইকে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে।
বিয়ের আট বছর পর প্রকাশ্যে কোনও অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ঐশ্বর্য। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে থাকছে মনকাড়া আরও আকর্ষণ। এআররহমান ও তার কলাকুশলীদের সঙ্গীত পরিবেশনের পাশাপাশি থাকছে শিবমনির ড্রাম, বলিউডের আরও দুই তারকা ‘হাইওয়ে’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট ও গুন্ডে অর্জুন কাপুর। এ ছাড়া দক্ষিণী সংস্কৃতির সেরা ঝলক দেখা যাবে ম্যাচ শুরুর আগে।
লেজার শো আর আতশবাজির ঝলকানিতে মাতবে নেহেরু স্টেডিয়াম। সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে কি না তা দেখতে এদিন নেহেরু স্টেডিয়াম ঘুরে যান আই এস এলের চেয়ারপার্সন নীতা আম্বানি। গতবারের মতো মাঠের ধারে দাঁড়িয়ে এবারও তিনি ভক্তিভরে পুজো সারেন দ্বিতীয় আই এস এলের সাফল্য কামনা করে।
৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি