শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৫:৫৫:০১

বোমা ফাটিয়ে চাকরি ছাড়লেন জাদেজা

বোমা ফাটিয়ে চাকরি ছাড়লেন জাদেজা

স্পোর্টস ডেস্ক : দিল্লি কোচ হিসেবে নিযুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যে চাকরিতে ইস্তফা দিলেন অজয় জাদেজা। দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) অভ্যন্তরীণ কোন্দলের কথা প্রকাশ্যে এনে সাবেক ভারতীয় ক্রিকেটার বলে দিলেন, যেখানে সংস্থা নিজেদের স্বার্থে প্লেয়ারদের ব্যবহার করে, সেখানে তিনি থাকবেন না।

গৌতম গাম্ভীরের টিমের সঙ্গে কিছু দিন আগেই কোচ হিসেবে যোগ করা হয়েছিল জাদেজাকে। দিল্লি ক্রিকেট মহলের খবর, ডিডিসিএ কর্তারা নন, জাদেজার প্রধান সমস্যা নাকি ছিলেন ক্যাপ্টেন নিজে। মানে, গৌতম গাম্ভীর। এটাও বলা হচ্ছে, জাদেজা-গম্ভীরের সম্পর্ক প্রথম দিন থেকেই নাকি খুব ভাল ছিল না। যা জাদেজার চাকরি ছাড়ার আসল কারণ।

কোচ জাদেজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় যখন তিনি টিমের সঙ্গে জয়পুরে রঞ্জির প্রথম ম্যাচে যাওয়া বাতিল করেন। তখন দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, তার ছেলে অসুস্থ বলেই এই সিদ্ধান্ত। কিন্তু এ দিন জাদেজা স্পষ্ট জানিয়ে দিলেন, কোচ হিসেবে তার মতামতকে কোনও গুরুত্বই দিচ্ছিল না দিল্লির ক্রিকেট প্রশাসন। গাম্ভীরের নাম তিনি কোথাওই আনেননি। সরকারি বক্তব্যে পুরো দায় চাপিয়ে দিয়েছেন ডিডিসিএ-র উপর।

‘‘খবরের কাগজে পড়লাম যে, অমিত ভাণ্ডারীকে বোলিং কোচ করা হয়েছে বলে আমি নাকি টিমের সঙ্গে জয়পুর যাইনি। ঘটনাটা তা নয়। আসলে ডিডিসিএ নিজেদের স্বার্থে প্লেয়ারদের এত ব্যবহার করে যে, সেখানে কোনও কাজ করা সম্ভব নয়। আমি যা বলতাম, তা ওদের কাছে কোনও গুরুত্বই পেত না,’’ বলেছেন ক্ষুব্ধ জাদেজা। সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি এসেছিলাম এটা দেখতে যে, ক্রিকেট আর ক্রিকেটারদের ক্ষতি যেন না হয়। দুঃখের হল, ডিডিসিএ-র কোনও গোষ্ঠীতেই আমি ঢুকতে পারিনি।’’

এই পরিস্থিতিতে বিজয় দাহিয়াকে ফের দিল্লির কোচ করা হতে পারে বলে খবর। কলকাতা নাইট রাইডার্সে গাম্ভীরের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন দাহিয়া। দু’জনের মধ্যে সম্পর্ক খুবই ভাল।

৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে