বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৫:২৬

সেই মেহেদি হাসান এখন জাতীয় দলে

সেই মেহেদি হাসান এখন জাতীয় দলে

স্পোর্টস ডেস্ক : অনেক দিন থেকেই মেহেদি হাসান মিরাজের কথা শুনে আসছেন। অনুর্ধ্ব-১৯ দলের এই তরুণ খুবই প্রতিভাবান। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মত বিশ্বকাপ আসরের ফাইনালে খেলেছে। সেই মেহেদি হাসান এখন জাতীয় দলে।

২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সিরিজ সেরারও নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় দলে এই তরুণের সুযোগ হবে এটি ধারনা করা হয় বছর খানেক আগে থেকেই। দেখতে দেখতে মিলে গেলো সময় ও সুযোগ।

ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইকে কেন্দ্র করে ঘোষিত ২০ সদস্যর দলে রয়েছেন মিরাজ। মিরাজকে এই দলে নেয়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, “প্রাথমিক দলের ক্যাম্প আর এইচপি, দুটি স্কোয়াডেই কিন্তু আমরা জাতীয় দলের ভাবনায় অনেককে রেখেছিলাম। উন্মুক্ত ছিলাম যে প্রয়োজনে যে কোনো জায়গা থেকে নিতে পারি।”

“মিরাজকে অনেকের মনে হতে পারে একটু দ্রুত হয়ে গেল। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ওর হয়ে কথা বলে। ও অনেক দিন থেকেই আমাদের দৃষ্টিতে ছিল। চোট সমস্যার কারণে পারছিল না।”
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে