বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১২:৫৮

মেসির অভাব মোটেই কাটিয়ে উঠতে পারলো না আর্জেন্টিনা

মেসির অভাব মোটেই কাটিয়ে উঠতে পারলো না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : দলে ছিলেন না মেসি। মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার নতুন কোচ বাউজা। এর আগের ম্যাচে খেলেন অসুস্থ মেসি। সেই মেসির গোলেই জয় পায় আর্জেন্টিনা।

পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বাড়তি আত্মবিশ্বাস ছিলো। কিন্ত মেসি ছাড়া সেই আত্মবিশ্বাস বেঈমানি করে তাদের সাথে। লড়াইয়ের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে হারতে বসেছিল আর্জেন্টিনা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি। ভেনেজুয়েলার মেরিদায় বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দলে আগে থেকেই ছিলেন না গনসালো হিগুয়াইন। ছিলেন না সের্হিও আগুয়েরোও। দলের তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালা এর আগের ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন। মেসিকেও দলের বাইরে রাখেন কোচ।

এই ম্যাচে ভেনেজুয়েলা পরীক্ষায় ফেলে আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে ভাগ্যক্রমে রক্ষা। খেলার ৩৫তম মিনিটে ও ৫৩তম মিনিটে গোল পায় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার দ্বিতীয় গোলের ৫মিনিট পরে লুকাস প্রাতোর গোলে কিছুটা স্বস্তি পায় আর্জেন্টিনা।

খেলার ৮৩তম মিনিটে দলকে সমতায় ফেরান নিকোলাস ওতামেন্দি। এর পর অনেক চেষ্টার পরও কোনো দল গোল করতে পারেনি। তবে ভেনেজুয়েলা প্রায় কাঁদিয়ে দিচ্ছিলো মেসিহীন আর্জেন্টিনাকে।

খেলার ৮৯তম মিনিটে ভেনেজুয়েলার ডিফেন্ডার মিকেল ভিইয়ানুয়েভারের শর্ট গোল পোষ্টে লেগে ফিরে আসে। কোনো ভাবে লজ্জা থেকে এভাবে নিজেদের রক্ষা করে আর্জেন্টিনা।

ম্যাচ জুড়ে মেসির অভাব ছিলোই দলে। লিওনেল মেসির অভাব মোটেই কাটিয়ে উঠতে পারেনি দলটি।
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে