বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪১:২০

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: মাত্র এক সপ্তাহ আগেও ওয়ানডে এবং টি২০_ দুই ফরম্যাটেরই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল শ্রীলংকার। ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে ওয়ানডের রেকর্ডটা কেড়ে নিয়েছে ইংল্যান্ড।

গতকাল খোদ শ্রীলংকাকে হারিয়েই টি২০ দলীয় সর্বোচ্চ'র রেকর্ডটা কেড়ে নিল অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে দুই ম্যাচ টি২০'র প্রথমটিতে গ্গ্নেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১৪৫ রানে ভর করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ২৬৩ রান।

কেনিয়ার বিপক্ষে ২৬০ রান তুলে রেকর্ডটা শ্রীলংকা ধরে রেখেছিল বিগত নয় বছর। রেকর্ড হতে পারত ম্যাক্সওয়েলেরও। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪৫ রানে, বল খেলেছেন ৬৫টি।

আর ১২ রান করতে পারলেই ম্যাক্সওয়েল হয়ে যেতেন আন্তর্জাতিক টি২০ ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। বর্তমানে ১৫৬ রান নিয়ে রেকর্ডটা ধরে রেখেছেন তার দেশেরই অ্যারন ফিঞ্চ।

২৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা তাল মেলাতে পারেনি শ্রীলংকা। অধিনায়ক দিনেশ চান্দিমাল (৫৮) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় লংকার ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৭৮ রানে। সিরিজের শেষ টি২০ বৃহস্পতিবার।
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে