বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫৯:৫২

কেন যুবরাজের ফোন রিসিভ করেন না ধোনি?

কেন যুবরাজের ফোন রিসিভ করেন না ধোনি?

স্পোর্টস ডেস্ক : অনেক দিন একই সাথে খেলেছেন তারা। দুইজনের ব্যাটিং পজিশনও পাশাপাশি। মাহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিংহ। কিন্তু সেই সতীর্থের ফোনই ধরেন না ভারতের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক। স্বয়ং যুবরাজই এ কথা জানিয়েছেন। তবে কেন যুবরাজের ফোন রিসিভ করেন না ধোনি?

নিজস্ব পোশাকের ব্যবসা শুরু করেছেন যুবরাজ। লভ্যাংশের অর্থ তার ক্যান্সার ফাউন্ডেশনে ব্যয় করা হবে। তারই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবরাজ বলেছেন, ‘আমার মনে হয় ধোনি খুব বেশি ব্যস্ত। ও বরাবরের মতো এখনও আমার ফোন ধরে না। শুধু আমার ফোনই নয়, ও আপনাদের ফোনও ধরবে না। আমেরিকায় টি-২০ ম্যাচ নিয়ে মনে হয় ও ব্যস্ত।’

৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ধোনির জীবন অবলম্বনে তৈরি হওয়া চলচ্চিত্র। যুবরাজ বলেছেন, এই ছবিতে তার চরিত্র কীভাবে দেখানো হয়েছে সেটা দেখার অপেক্ষায় আছেন তিনি।

ধোনির মতোই যুবরাজের জীবনও অনেক ঘটনাবহুল। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তিনি যেভাবে ফিরে এসেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। তাই যুবরাজের জীবন অবলম্বনেও ছবি হতেই পারে। তবে এই ক্রিকেটার আপাতত সেসব ভাবতে নারাজ। তিনি বলছেন, ‘আমি বায়োপিক নিয়ে কিছু ভাবিনি। আমি আবার দেশের হয়ে খেলতে চাই। এটাই আমার প্রেরণা। তবে ক্রিকেট ছাড়ার পরে আমি অন্য কিছু ভাবতেই পারি।’

পর্দায় ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের বায়োপিক হলে অবশ্য যুবরাজ অন্য কাউকে এই দায়িত্ব দিতে নারাজ। মজার ছলে বলেছেন, তিনি ভালো অভিনয় করেন। তাই এখনও কিছু ঠিক করেননি।
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে