বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৩:৫৪

মোস্তাফিজের জন্মদিনে ওয়ার্নারের বাংলায় টুইট, যা লিখলেন

মোস্তাফিজের জন্মদিনে ওয়ার্নারের বাংলায় টুইট, যা লিখলেন

স্পোর্টস ডেস্ক : ওয়ার্নার ও মোস্তাফিজের সম্পর্ক সবারই জানা। গত ৬ সেপ্টেম্বর ছিলো মোস্তাফিজুর রহমানের জন্মদিন। ওয়ার্নারকে বাংলা শিখিয়েছেন মোস্তাফিজই। এবার মোস্তাফিজের জন্মদিনে ওয়ার্নারের বাংলায় টুইট।   

২১তম জন্মদিনে ডেভিড ওয়ার্নারের বিশেষ শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসারের জন্মদিনে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানান হায়দ্রাবাদ অধিনায়ক।

নিজের অফিশিয়াল টুইটার পেজে ওয়ার্নার লেখেন, ‘Shubho jonmodin @ Mustafiz।’

আইপিএল খেলতে যেয়েই মোস্তাফিজের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ওয়ার্নারের। গোটা টুর্নামেন্টে সাতক্ষীরার তরুণকে আগলে রাখেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য টুকটাক বাংলাও শেখেন।

আইপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে একটি ম্যাচ খেলতে পারেননি সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা মোস্তাফিজ। বাকি ১৬ ম্যাচ খেলে উইকেট ১৭টি। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৯০, যা কমপক্ষে ২০ ওভার করা বোলারদের মধ্যে যেটি টুর্নামেন্টে সবচেয়ে কম।

আইপিএল থেকে ফিরে ইংল্যান্ডে খেলতে যেয়ে ইনজুরিতে পড়েন। এরপর কাঁধে অস্ত্রোপচার করে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

গতকাল ঢাকায় জন্মদিন পালন করেন। দুপুরে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখতে এসেছিলেন মিরপুরেও।

ওয়ার্নার ছাড়াও পেসারের জন্মদিনে শুভেচ্ছা জানায় আইসিসি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ।

আইসিসি তাদের অফিসিয়াল টুইটার পেজে শুভেচ্ছা বার্তায় লিখেছে, ‘তরুণদের মধ্যে উজ্জ্বল সম্ভাবনাময় তিনি। বাংলাদেশি বোলার মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা।’সানরাইজার্স হায়দ্রাবাদ তো ৬ সেপ্টেম্বরকে ‘ফিজ ডে’ বলে ঘোষণা করে!
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে