বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৯:৩২

নানা বিতর্কের নায়কও এই সাকিব

নানা বিতর্কের নায়কও এই সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ভালো মন্দ দুই দিকই রয়েছে। আইসিসিকে বাংলাদেশের মান সবচেয়ে বেশি বড় করে তুলেছেন সাকিব আল হাসান। বারবার রেকর্ডের বরপুত্র হয়েছেন তিনি।

কিন্তু সাকিব আল হাসানের সবদিক কিন্তু প্রশংসার নন। নানা বিতর্কের জন্মদাতাও সাকিব। ম্যাচের মধ্যেই মাঝে-মাঝে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মেজাজ হারালে কখন যে কী করে বসেন তার কোনো ইয়ত্তা নেই। এই সেদিন বিপিএলেও আম্পায়ারের সঙ্গে অসাধাচরণ করেছিলেন। যে কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তার আগেও কখনও ড্রেসিংরূমে বসে টিভির সামনে অশালীন আচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন। কখনো গ্যালারিতে গিয়ে দর্শকের সঙ্গে মারামারি করেছেন। এমন নানা বিতর্কের নায়কও এই সাকিব। কখনো কখনো করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ।

পাকিস্তানের বিপক্ষে গত এক ম্যাচে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন সাকিব। ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলের খেলা চলছিল তখন। মোহাম্মদ আমির আসলেন বল করতে। পুরো ইয়র্কার লেন্থের বল সাকিব চেয়েছিলেন স্কুপ করতে। কিন্তু বল বুঝতেই পারলেন না তিনি। বল সোজা গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন সাকিব।

বোল্ড হওয়ার পরই সমস্ত রাগ, ক্ষোভ তিনি যেন ঝেড়ে ফেলতে চাইলেন স্ট্যাম্পের ওপর। নিজের ওপর রাগে ক্ষোভে ব্যাট দিয়ে রাগ-ক্ষোভে পেটাতে চাইলেন স্ট্যাম্পে। তবে সঙ্গে সঙ্গেই সম্ভবত ভুল বুঝতে পারলেন তিনি।

সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে ক্ষমা চাওয়ার ভঙিতে হাত তুললেন তিনি। দর্শকরাও স্তব্ধ হয়ে গেছে সাকিবের এই আচরণ দেখে।ম্যাচ রেফারি জেফ ক্রো এই আচরণের জন্য সাকিবকে কোনো শাস্তি দেন কি-না সেটাই এখন দেখার বিষয়।
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে