বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৩৫:৪৮

বাংলাদেশ সফরে আসার বিষয়ে যা বললেন ইংল্যান্ডের কোচ

বাংলাদেশ সফরে আসার বিষয়ে যা বললেন ইংল্যান্ডের কোচ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার বিষয়ে কথা বলেছেন ইংল্যান্ডের কোচ। ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস বলেছেন, দলের সবাইকে নিয়ে বাংলাদেশ সফরে আসার কথা।

তিনি মনে করছেন, নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে খেলোয়াড়েরা নাম প্রত্যাহার করে নিলে ভারত সফরের টেস্ট দল ঠিক করতে জটিলতার সৃষ্টি হতে পারে।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

এরপরই ভারতে যাবে ইংল্যান্ড দল। সেখানে শুরুতেই পাঁচ টেস্টের সিরিজ খেলবে তারা। তাই দুই টেস্ট সিরিজের জন্য একই দল গঠনের পরিকল্পনা বেলিসের।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই নিশ্চিত করেছে, বাংলাদেশ সফরের ব্যাপারে কোনো খেলোয়াড়কে জোর করা হবে না। তাই বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিলেও কারো ভারত সফরের টেস্ট দলে জায়গা পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না।

তবে ভারত সফরে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় এক দল থাকলেই ভালো হবে বলে মনে করছেন কোচ বেলিস।

“প্রথমে একটি দল গঠন করে পরে আরেকটা করা একটু কঠিনই হবে। এটা মূলত নির্ভর করবে কে যেতে চায় আর কে না। তবে শেষ পর্যন্ত (উভয় সফরের জন্য) একটা দল হলেই দলের জন্য সবচেয়ে ভালো হবে।”

বাংলাদেশে খেলার সঙ্গে এক জন খেলোয়াড়ের ভারত সফরের দলে জায়গা পাওয়ার কোনো সম্পর্ক আছে কি না- এমন প্রশ্নের জবাবে বেলিস ‘না’ বলেন। তবে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে বলেই স্বীকার করেছেন তিনি।

“আমি প্রার্থনা করি, এমনটা না হোক। তেমনটা হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে।”

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। এরপর এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার ও পেসার লিয়াম প্লাঙ্কেট। ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যানও এখনও সিন্ধান্ত নেননি।

তবে মইন আলির মনে বিন্দুমাত্র সংশয় নেই। দলে নির্বাচিত হলে বাংলাদেশে অবশ্যই আসবেন বলে এরই মধ্যে জানিয়েছেন এই অলরাউন্ডার।-বিডি নিউজ
৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে