স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইপর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
খেলার শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকলেও গোলের দেখা পাননি জনি-রাব্বিরা। প্রধমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশের একাধিক ফুটবলার। ফলে গোলশূন্যই শেষ হয় প্রধমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। ৬৭ মিনিটে দেখা মেলে কাঙ্খিত গোলের। ইব্রাহিমের ফ্রি কিক রোহিত সরকার বক্সে পেয়ে শট নিলে ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে শট নিয়ে শ্রীলঙ্কার জালে বল পাঠান ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। তার গোলের কল্যাণে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
পেনাল্টি থেকে গোলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক জনি। ৮৩ মিনিটে ইব্রাহিমের শট বক্সের মধ্যে লঙ্কান অধিনায়ক দানুসকার হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। বাংলাদেশের অধিনায়ক মাসুক মিয়া জনি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
পরে আরো সুযোগ পেলেও আর গোল করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রবিবার ভুটানের বিপক্ষে।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ