স্পোর্টস ডেস্ক: দুইটি টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা সফর থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দাবি তুলেছে এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিরাপদ নয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করার একদিন পরই জঙ্গি হামলায় কেঁপে উঠলো অস্ট্রেলিয়া।
সিডনির নিউ সাউথ ওয়েলস রাজ্যে পুলিশ সদর দপ্তরে গতকাল দুপুরে মর্মমান্তিক এই জঙ্গি হামলার ঘটনা ঘটে।
অথচ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকায় একজন বিদেশি নাগরিক জগিংয়ের সময় খুন হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন দেশের দূতাবাস গুলো একযোগে নাক ছিটকিয়ে টিম অস্ট্রেলিয়াকে বাংলাদেশ সফরে না আসতে এক প্রকার উসকানী দিয়েই ছাড়লো।
কিন্তু অস্ট্রেলিয়ায় আজকের জঙ্গি হামলার পর জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, অস্ট্রেলিয়া নিজ দেশের এবং সফরকারী অন্য দেশের খেলোয়াড়দের জন্য কতটা নিরাপদ? আগামী মাসেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে।
অথচ অস্ট্রেলিয়ায় পুলিশ সদর দপ্তরে জঙ্গি হামলার পর পশ্চিমা রাষ্ট্রগুলোকে সেভাবে সচল হতে দেখা গেলা না। এখন অস্ট্রেলিয়া তথা পশ্চিমা বিশ্বের এই আচরণকে সন্দেহের চোখে না দেখে কী উপায় আছে?
জনমতে প্রশ্ন দেখা দেয়ারই কথা। তাহলে এখন কী নিউজিল্যান্ড তাদের অস্ট্রেলিয়া সফর বাতিল করে দিবে? নাকি মোড়লদের ভয়ে চুপচাপ খেলে যাবে? অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা নিজ দেশের সন্ত্রাসী হামলার অগ্র্রিম খবর না পেয়ে কিভাবে বাংলাদেশে হামলা হতে পারে এমন তথ্য অগ্রিম পেয়ে থাকে। সেটি অনেক খানি ভাবনার বিষয়।
নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানান, ‘সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আইএস ও অন্যান্য সন্ত্রাসী দলের সদস্য হয়ে ইরাক ও সিরিয়ায় অস্ট্রেলিয়ার ১২০ জন নাগরিক যুদ্ধ করছে। এছাড়াও আইএসে অস্ট্রেলিয়ান নাগরিকদের যোগদানের সংখ্যা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।’
৩ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু